এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলায় অভিযুক্ত খুন হলেন কানাডায়
প্রথম নিউজ, ডেস্ক : ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলায় অভিযুক্ত শিখ নেতা রিপুদমন সিং মালিককে গুলি করে খুন করা হল কানাডায়। নিহতের পরিবার জানিয়েছে যে তার পোশাকের দোকানের সামনেই ৭০ বছর বয়সী বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়।ঘটনাস্থলে ব্রিটিশ কলাম্বিয়া পুলিশ পৌঁছে গুরুতর আহত রিপুদমন সিং মালিককে উদ্ধার করেন। কনস্টেবল সর্বজিৎ সংঘ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, "জরুরী স্বাস্থ্য পরিষেবাগুলি তার যত্ন নেওয়ার আগে পর্যন্ত পুলিশ অফিসারদের দ্বারাই আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা যান।"পুলিশ নিহতের নাম প্রকাশ করেনি, তবে পরিবার মালিকের পরিচয় নিশ্চিত করেছে। ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৮২ কনিষ্ক বিমানে বোমা বিস্ফোরণ হামলায় বিমানে থাকা ৩৩১ জনেরই মৃত্যু হয়। দিল্লি থেকে মন্ট্রিল যাচ্ছিল বিমানটি। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে রিপুদমনের পাশাপাশি উঠে এসেছিল ইন্দরজিৎ সিং রেয়াত ও আজাইব সিং বাগরির নামও। শেষ পর্যন্ত ইন্দরজিৎ দোষী সাব্যস্ত হলেও উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে ২০০৫ সালে ছাড়া পান বাগরি ও রিপুদমন। এই হামলার মাস্টারমাইন্ড তালবিন্দর সিং পারমারকে ১৯৯২ সালে ভারতীয় পুলিশ গুলি করে হত্যা করে।সন্ত্রাসী হামলাটি কানাডার ইতিহাসে গণহত্যার সবচেয়ে জঘন্যতম ঘটনা বলে চিহ্নিত হয়ে আছে । নিহতদের মধ্যে ২৮০ জন কানাডিয়ান এবং ৮৬ জন শিশু ছিল । ১৯৮৪ সালে শিখদের পবিত্রতম মন্দির অমৃতসরের গোল্ডেন টেম্পলে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবে ব্রিটিশ কলাম্বিয়ার শিখ চরমপন্থীদের দ্বারা এয়ার ইন্ডিয়ার বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল , যাতে শত শত শিখ তীর্থযাত্রী নিহত হয়। শিখ বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের পূর্ববর্তী সমর্থক রিপুদমন সিং মালিক একটি ক্রেডিট ইউনিয়ন এবং খালসা স্কুলগুলির নেটওয়ার্কে নেতৃত্বের ভূমিকা পালন করছিলেন। গুলি চালানোর ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে পুলিশ একটি পোড়া গাড়ি খুঁজে পেয়েছে , মনে করা হচ্ছে ওই বাইকেই এসেছিল আততায়ীরা। বাইকটিকে আগুন লাগিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে পাঞ্জাব নির্বাচনের ঠিক আগেই রাজ্যের জন্য নানা উন্নয়নমূলক পদক্ষেপ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন মালিক । এছাড়াও ১৯৮৪ সালের শিখ দাঙ্গা মামলাটি নতুন করে শুরু হওয়াতেও তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান । এর সঙ্গে তাঁর হত্যার কোনও যোগ রয়েছে কিনা তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে ।
সূত্র : গার্ডিয়ান
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews