পাকিস্তানি টিকটকার হারিম শাহ স্বামী, অর্থ ও স্বর্ণসহ তুরস্কে গ্রেপ্তার

পাকিস্তানি টিকটকার হারিম শাহ স্বামী, অর্থ ও স্বর্ণসহ তুরস্কে গ্রেপ্তার
পাকিস্তানি টিকটকার হারিম শাহ স্বামী, অর্থ ও স্বর্ণসহ তুরস্কে গ্রেপ্তার

প্রথম নিউজ, ডেস্ক : বিভিন্ন সময় নানা কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের বিখ্যাত টিকটকার হারিম শাহ। এবাই সেই হারিম শাহকে তুরস্কে গ্রেফতার করা হয়েছে। সূত্রের বরাতে পাকিস্তানের সামা টিভি জানিয়েছে, ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হারিম এবং তার স্বামী বিলাল শাহকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরে তাদের কাছ থেকে তুর্কি পুলিশ বিপুল পরিমাণ অর্থ এবং স্বর্ণ জব্দ করেছে। পুলিশ ইতিমধ্যে তদন্তও শুরু করেছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে হারিম শাহ একটি ভিডিও আপলোড করেছিলেন যেখানে তাকে দুই হাতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার নোট প্রদর্শন করতে দেখা যায়। তিনি জানান, ওই মুদ্রাগুলো তিনি পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পাচার করে নিয়ে গেছেন। কিন্তু, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন (এফআইএ) কর্তৃপক্ষ দেশ থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে 'মানি লন্ডারিং' মামলায় তদন্ত শুরু করলে হারিম তার বক্তব্য থেকে সড়ে আসেন। তিনি তখন ভোল পাল্টে বলেন, মুদ্রাগুলো লন্ডনে তার বোনের গাড়ি বিক্রি থেকে পাওয়া গেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom