এবার সাকিবের শিকার লংকান অধিনায়ক
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে দিন শেষ করেছিল শ্রীলংকা
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে দিন শেষ করেছিল শ্রীলংকা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল তারা। ওশাধা ফার্নান্দো আর দিমুথ করুণারত্নের জুটিতে তুলেছিল ৯৫ রান।
অবশ্য বেশ কয়েকবার উইকেট নেওয়ার সুযোগ এলেও হাতছাড়া করে বাংলাদেশ। তবে এবাদতের বলে ব্যক্তিগত ৫৭ রানের মাথায় স্লিপে থাকা নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওশাধা ফার্নান্দো।
আজ তৃতীয় দিনেও এবাদতের শিকার দিয়ে শুরু হয়েছে দিন। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরিয়েছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা কাসুন রাজিথাকে। দলীয় ১৪৪ রানের মাথায় বোল্ড হয়ে ফিরতে হয় রাজিথাকে (০)। এর পর সাকিব আল হাসান বোল্ড করে ফিরিয়ে দিলেন লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে। তার সংগ্রহ ১৫৫ বলে ৮০ রান।
এখন ব্যাটিং করছেন অ্যাঞ্জেলা ম্যাথুস ও ধনঞ্জয়া ডি সিলভা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews