এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে: মির্জা ফখরুল
তিনি বলেন, এদেশে ৯০ ভাগ মানুষের আয় কম হচ্ছে। আজকে দরিদ্রের সংখ্যা আরো শতকরা দুই ভাগ বেড়েছে। এবিষয়গুলো আজকে অবলীলায় মানুষকে প্রতারনা করে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে।

প্রথম নিউজ, ঢাকা: দেশে ৯০ ভাগ মানুষের আয় কম হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে' এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে ৯০ ভাগ মানুষের আয় কম হচ্ছে। আজকে দরিদ্রের সংখ্যা আরো শতকরা দুই ভাগ বেড়েছে। এবিষয়গুলো আজকে অবলীলায় মানুষকে প্রতারনা করে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে। দ্রব্যমূল্যের বিষয়ে মানুষের জীবন দূর্বিসহ হয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকার এটা সম্পূর্ণভাবে অস্বীকার করছে। আর সরকারের মন্ত্রীরা বলেন, দাম যেমন বেড়েছে- আয়ও তো বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপি শুভংকরের ফাঁকি দেখায়!
আরেকটা সেই (২০১৪-২০১৮) ধরণের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন গঠন করেছে মন্তব্য করে তিনি বলেন, এবার মানুষ আর সেটা শুনবে না। এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে এবং রুখে দাঁড়াবে- ইনশাআল্লাহ। এদেশের মানুষ রুখে দাঁড়াবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে।
মওদুদ আহমেদের প্রতি স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন সময় মওদুদ আহমদকে স্মরণ করছি এবং তার মৃত্যুবার্ষিকী পালন করছি- যখন বাংলাদেশে গণতন্ত্র নাই। এই গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। এই গণতন্ত্রের জন্যই তাকে তার বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অংসখ্য মিথ্যা মামলা দিয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে উনি কিন্তু কখনো মাথা নত করেননি। মওদুদ আহমদ শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী , মওদুদ আহমেদের সহধর্মিনী হাসনা মওদুদ প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews