এবার দ্য হান্ড্রেডে বিপিএল মাতানো ওপেনারের সেঞ্চুরি

ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডের প্রথম আসরে দেখা মেলেনি কোনো ব্যক্তিগত সেঞ্চুরির

 এবার দ্য হান্ড্রেডে বিপিএল মাতানো ওপেনারের সেঞ্চুরি
 এবার দ্য হান্ড্রেডে বিপিএল মাতানো ওপেনারের সেঞ্চুরি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডের প্রথম আসরে দেখা মেলেনি কোনো ব্যক্তিগত সেঞ্চুরির। দ্বিতীয় আসরে ১৪ ম্যাচের মধ্যেই হয়ে গেলো দুইটি সেঞ্চুরি। উইল স্মিডের পর এবার এই ফরম্যাটে সেঞ্চুরি হাঁকালেন সবশেষ বিপিএল মাতিয়ে যাওয়া ওপেনার উইল জ্যাকস।

গত বুধবার রাতে দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিড। সপ্তাহ পেরুনোর আগেই রোববার রাতে স্মিডকে ছাড়িয়ে গেলেন জ্যাকস। নিজের সেঞ্চুরিতে স্মিড করেছিলেন ৫০ বলে ১০১* রান। এবার উইল জ্যাকস খেলেছেন ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস।

সাউদার্ন ব্রেভের বিরুদ্ধে ওভাল ইনভিন্সিবলকে বলতে গেলে একাই জিতিয়েছেন জ্যাকস। আগে ব্যাট করা সাউদার্নের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৭ রান। জবাবে তিন উইকেট হারিয়ে ৮২ বলে ম্যাচ জিতেছে ওভাল। যেখানে ৪৮ বলে একাই ১০৮ রান করেছেন জ্যাকস।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য পরিচিত মুখই জ্যাকস। কেননা সবশেষ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। আসরের ১১ ম্যাচে চার ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৪১৪ রান করেছিলেন জ্যাকস। মারমুখী ওপেনার এ রান করেছেন ১৫৫'র বেশি স্ট্রাইকরেটে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom