এবার আইডিয়ালের দুই শিক্ষার্থীকে পেটাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পেটানোর জেরে এবার আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ (বুধবার) দুপুরে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই ঘটনা ঘটে।
আইডিয়াল কলেজের যে দুই শিক্ষার্থীকে পেটানো হয়েছে তারা হলেন— আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের মাহিদুল ইসলাম সিহাব এবং বিজ্ঞান বিভাগের সামিউল হাসান।
মারধরে সিহাবের বামহাতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে হাতে ব্যান্ডেজ করে অভিভাবকের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।
মাহিদুল ইসলাম সিহাব বলেন, ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। কারো সাথে কোনো ধরনের মারামারি ঝগড়ার সাথে জড়িত নই। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে পূর্ণ নিরাপত্তা চাই। কোনো কলেজের কোনো শিক্ষার্থী আহত হোক বা কেউ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সাথে জড়িত হোক তেমনটি চাই না।
সামিউল নামের আরেক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষ করার পর প্রাইভেট পড়তে যাওয়ার সময় হঠাৎ করেই ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে। এ সময় তারা আসার চোখে মুখে কিল-ঘুষি দিয়েছে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু ঢাকা পোস্টকে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে মাঠে নিয়োজিত থাকার পরও এক ফাঁকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আমরাও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সতর্কতার সাথে দেখা হচ্ছে।
এরআগে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন সেন্ট্রাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর নাম জাহিন (১৮)। তিনি ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।