এনবিআর নিয়ে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা, আন্দোলন চলবে কালও

এনবিআর নিয়ে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা, আন্দোলন চলবে কালও

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারির প্রতিবাদে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনায় বসতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের তিন দফা দাবির বিষয়ে সমাধান খুঁজতে এ বৈঠক হবে।

আজ রবিবার বিকেলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে অর্থ উপদেষ্টার বৈঠকের ঘোষণার পরও সোমবার চলমান কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদ’। এ সময় ঢাকায় অবস্থিত সব ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস অফিসের কয়েকশ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করে আসছেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, টেকসই রাজস্ব সংস্কার এবং এই সংস্কার প্রক্রিয়ায় মাঠপর্যায়ের মতামতের প্রতিফলন।

আন্দোলনকারীরা বলছেন, যুগোপযোগী ও স্থিতিশীল রাজস্ব ব্যবস্থা গঠনের জন্য দীর্ঘদিন ধরে এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট অংশীজনদের মতামত উপেক্ষা করে সংস্কার কমিটির সুপারিশ গোপন রেখে হঠাৎ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে এনবিআরের কর উপ-কমিশনার সেহেলা সিদ্দিকা বলেন, ‘অর্থ উপদেষ্টা আমাদের সঙ্গে বৈঠক করার কোনো তথ্য আমাদের কাছে নেই।
অন্যান্য উপদেষ্টারা থাকলে আমরা বৈঠকে রাজি আছি। এছাড়া যদি প্রধান উপদেষ্টা কথা বলতে চান, তাহলেও আমরা আমাদের প্রতিনিধি দল পাঠাব।’

এনবিআরকে বিলুপ্ত না করে স্বতন্ত্র সংস্থার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে  প্রক্রিয়ায় এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারিন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি)। টিআইবি বলেছে যে এনবিআরকে বিলুপ্ত না করে স্বতন্ত্র সংস্থা, বোর্ড বা এজেন্সি করার জন্য। আমরাও চাই এনবিআর বিলুপ্ত নয়, স্বতন্ত্র সংস্থা হোক।