এক লাখ টন ইউরিয়া-ডিএপি সার কেনার সিদ্ধান্ত

আজ বুধবার  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি হয় ভার্চুয়ালি।

 এক লাখ টন ইউরিয়া-ডিএপি সার কেনার সিদ্ধান্ত

প্রথম নিউজ, ঢাকা: সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার। একই সঙ্গে সৌদি আরব থেকে কেনা হচ্ছে ৪০ হাজার টন ডিএপি সার। এ জন্য খরচ হবে মোট ৭১৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯০ টাকা।

আজ বুধবার  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি হয় ভার্চুয়ালি। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য খরচ হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।

এছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে অষ্টম লটে কেনা হচ্ছে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। এ জন্য ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা খরচ হবে। আর কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মাআদেন থেকে অষ্টম লটে ৪০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এই সার কেনা হবে ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা দিয়ে।

এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর ওপর ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণের অবশিষ্ট পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য খরচ ধরা হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom