উত্থানে ফিরল পুঁজিবাজার
প্রথম নিউজ, ঢাকা : টানা দুদিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১০ অক্টোবর) পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন ১৮টি কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে ১২৪ কোম্পানির শেয়ারের দাম। সূচক বাড়লেও কমেছে লেনদেনও।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭ দশমিক ৭৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।
এদিন বাজারে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির। বিপরীতে কমেছে ১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৪১টি কোম্পানির শেয়ারের দাম।
বাজারে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৩৭২ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- লাফার্জহোলসিম, প্রভাতি ইন্স্যুরেন্স, দেশবন্ধু, এমারেল্ড অয়েল, ফুওয়াং ফুড, সোনালী আঁশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০ পয়েন্টে। সিএসইতে ১০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
দিন শেষে সিএসইতে ৬৭ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ২৯০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৯ টাকার শেয়ার।