উত্তরায় বিআরটিসি বাসে আগুন

শনিবার সন্ধ্যা ৭টার পর উত্তরার আজমপুর ও হাউসবিল্ডিংয়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

উত্তরায় বিআরটিসি বাসে আগুন

প্রথম নিউজ, অনলাইন: বিরোধী জোটের সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগে রাজধানীর উত্তরায় বিআরটিসি ডাবল ডেকার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার পর উত্তরার আজমপুর ও হাউসবিল্ডিংয়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর হঠাৎ বিআরটিসি বাসের দ্বিতীয় আগুন জ্বলে উঠে। আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। তাৎক্ষণিকভাবে পথচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।