উত্তরায় জার্মান নাগরিকের লাশ উদ্ধার
তিনি লনসাম ট্রাভেলস নামে ট্যুর আয়োজক কোম্পানিতে বাংলাদেশে থেকে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন।
প্রথম নিউজ, অনলাইন : রাজধানীর উত্তরায় এক জার্মান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কলগার (৫৫)। তিনি প্রায় ১৪ বছর ধরে উত্তরা ৫নং সেক্টর ২/বি রোডের ১০নং বাড়ির ষষ্ঠ তলায় বসবাস করতেন। তিনি লনসাম ট্রাভেলস নামে ট্যুর আয়োজক কোম্পানিতে বাংলাদেশে থেকে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত এবং একাই বাংলাদেশে বসবাস করতেন। জুয়েল (৩০) নামে একজন বাংলাদেশি যুবক তার বাসায় থেকে তাকে দেখাশোনা করতেন। জুয়েল বলেন, গত চার দিন আগে ছুটি নিয়ে আমি গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে যাই। তবে ফোনে এবং মেসেজে কলগার সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কলগার আমার মেসেজ সিন করেনি বা ফোন ধরেনি। রাতের গাড়িতে ঢাকায় এসে ভোর ৬টার দিকে আমার কাছে থাকা বাসার চাবি দিয়ে দরজা খুলে কলগারকে মৃত অবস্থায় দেখতে পাই। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews