ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে অভিনেত্রী
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে শুভেচ্ছা জানিয়ে ভক্তদের রোষানলে পড়েছেন ভারতীয় অভিনেত্রী সন্দিপ্তা সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এই ঈদ আপনার জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসুক।
সন্দিপ্তা সেন এমনটি লেখার পরই হইচই পড়ে যায়। তার ধর্ম এবং শিক্ষাগত যোগ্যত নিয়ে প্রশ্ন তোলা হয় সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীকে কটাক্ষ করে একজন লেখেন, যেই গরুর দুধ খায়, তাকে কেটে খেলে শান্তি আসবে কী করে?
আবার কেউ বলেন, আপনি নাকি হিন্দু ধর্মের মানুষ? এইসব উৎসবে শুভেচ্ছা জানান কী করে? আবার কেউ বলেন, বাঙালি হিন্দুরা যে নর্দমায় রয়েছে এটি তারই প্রমাণ।
সোশ্যাল মিডিয়ায় এমন বাজে মন্তব্য দেখে পোস্টটি ডিলিট করা তো দূরে থাক! কোনো মন্তব্যের জবাও দেননি অভিনেত্রী।