ঈদের নামাজে খতিবকে গুলি করে হত্যা
শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব শাবওয়া প্রদেশের বিহান শহরে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজে খতিবকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত খতিবের নাম শেখ আবদুল্লাহ আলবানি। তিনি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহর (রিফর্ম পার্টি) সদস্য ছিলেন। পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব শাবওয়া প্রদেশের বিহান শহরে এ ঘটনা ঘটে।
আনাতোলি বার্তা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। পরে মুসল্লিদের উপস্থিতিতেই গুলি ছুড়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। দেশটির উপ তথ্যমন্ত্রী মুহাম্মদ কিরান বিষয়টি স্বীকার করেছেন।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। বর্তমানে শাবওয়া প্রদেশ দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নিয়ন্ত্রণে রয়েছে।