ইসির আপিলে নৌকা নেই একাধিক আসনে, কপাল খুলেছে স্বতন্ত্রের

এভাবেই দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অনেক আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

ইসির আপিলে নৌকা নেই একাধিক আসনে, কপাল খুলেছে স্বতন্ত্রের

প্রথম নিউজ, ঢাকা: ঋণখেলাপির দায়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে ইসি। তবে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদ খান (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। ফলে এই আসন নৌকা শূন্য হওয়ায় কপাল খুলেছে আবেদ খানের।

এভাবেই দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অনেক আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বরিশাল-৪ আসনে নৌকা বাতিল কপাল খুলেছে স্বতন্ত্র প্রার্থী পংকজের: বরিশাল-৪ আসনে নৌকা বাতিল হওয়ায় কপাল খুলেছে স্বতন্ত্র প্রার্থী পংকজের, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছে কমিশন।

বরিশাল-৪ আসনে (মেহেন্দীগঞ্জ-হিজলা) আওয়ামী লীগের প্রার্থী ও দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ এবং বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের মনোনয়নপত্রের বৈধতার বিষয়টি ঝুলে ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানি ছিল ইসিতে। আপিল শুনানিতে বিষয়টি সমাধান হয় শুক্রবার। সব পক্ষের অভিযোগ শোনা হয়।

এর আগে শাম্মী আহম্মেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সংক্রান্ত তথ্য চাওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ, উভয় দেশের নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ তোলেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। আর শাম্মী আহম্মেদ পংকজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনেন।

রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনে পংকজ নাথের মালিকানা রয়েছে। সে তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা এবং উভয় পক্ষের অভিযোগের বিষয়ে আরও যাচাই-বাছাই শেষে সোমবার সিদ্ধান্ত দেওয়ার ঘোষণা দেন। ফলে স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের জয় এখন সময়ের ব্যাপার।

বাদ শামীম এ কে আজাদের প্রার্থিতা বহাল থাকলো: ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল থাকলো। তবে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করেছে কমিশন (ইসি)। স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। তবে তার আগে শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আজাদ। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন শামীম হক। তবে শামীম হকের প্রার্থীতা বাতিল হওয়ায় কপাল খুলেছে একে আজাদের।

নৌকা নেই কক্সবাজার -১ আসনে ফুরফরে মেজাজে স্বতন্ত্র জাফর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলম। ফলে নৌকা মাঠে না থাকায় ফুরফুরে মেজাজে জাফর আলম।

নৌকা সরে যাওয়ায় ভোটের মাঠে মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমনও হতে পারে আমার ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও ভাতিজা কামরুদ্দিন আকমলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তিনি জেনারেল ঠিক আছেন, ভোটের মাঠ কিন্তু সহজ না। তিনি কল্যাণ পার্টি থেকে কী কল্যাণ করবেন। বর্তমান আমি ৮ থেকে ১০ বছরে অনেক কল্যাণ করেছি। জয়ের বিষয়ে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী এবার আমাকে নৌকা দেয়নি স্বতন্ত্র হিসেবে ভোট করতে বলেছে।

যশোর-৪ আসনে নৌকা নেই, জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থীরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরে এনামুলের আইনজীবী হারুনুর রশিদ খান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।

এনামুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন যশোর-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। তিনি এনামুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তোলেন। এখন নির্বাচন কমিশন আপিলের শুনানি শেষে ঋণখেলাপির কারণে এনামুলের প্রার্থিতা বাতিল করলো।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সুকৃতি কুমার মণ্ডল। তিনি সাংবাদিকদের বলেন, ঋণখেলাপি হয়ে একজন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারেন না। সুকৃতি কুমার মন্ডলের অভিযোগ ছিল, বাবুল ঋণখেলাপি। এর আগে যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত কুমার রায়ও বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে আরেকটি আপিল করেন।