ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ
সোমবার রাতের শেষের দিকে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিশ এলাকা আধা স্বায়ত্তশাসিত ইরবিল শহরে ইরান কমপক্ষে ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: এবার ইসরাইলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলো জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক অফিস। তারা বলেছে, গাজার উত্তরাঞ্চলে খাদ্য, ওষুধ, পানি ও অন্য জীবন রক্ষাকারী সরবরাহ পাঠানোতে জাতিসংঘের এ সংস্থাকে বাধা দেয়া হয়েছে। গাজার উত্তরে এসব পণ্য সরবরাহ করার সুযোগ দিচ্ছে না ইসরাইল কর্তৃপক্ষ। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩২ জন নিরীহ মানুষ।
অন্যদিকে গাজায় ইসরাইলের একজন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। কমপক্ষে ২৪ হাজার ১০০ এ সংখ্যা। আহত হয়েছেন কমপক্ষে ৬০ হাজার ৮০০ মানুষ। গাজার জনগণ ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি, তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা রোগ। এর প্রেক্ষিতে তাদের কাছে দ্রুততার সঙ্গে এবং নিরাপদে ত্রাণ পৌঁছে দেয়ার আবেদন করেছে জাতিসংঘের বিভিন্ন এজেন্সি।
কিন্তু তাদেরকে সেই অনুমতি দেয়া হয়নি। এরই মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে এবং ইরাকের কুর্দি অঞ্চল ইরবিলে হামলা চালিয়েছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড। তারা দাবি করেছে এই হামলা ইরানবিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে চালানো হয়েছে। এটা আঞ্চলিক উত্তেজনার সঙ্গে যুক্ত নয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
সোমবার রাতের শেষের দিকে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিশ এলাকা আধা স্বায়ত্তশাসিত ইরবিল শহরে ইরান কমপক্ষে ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে চারজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এডজাংকট প্রফেসর সিনা আজোদি বলেন, সোমবার দিবাগত রাতে সিরিয়ার উত্তরাঞ্চলে এবং ইরাকের ইরবিলে যে হামলা চালিয়েছে তা বড় রকমের। তবে এর সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে নতুন কোনো আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা নেই। ইরান বলেছে, তার ভূখণ্ডের ভিতরে সম্প্রতি কিছু ‘সন্ত্রাসী’ হামলা হয়েছে। এসব হামলায় তাদের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এসব হামলার প্রতিশোধ হিসেবে ইরান ওই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, যতদিন গাজা যুদ্ধ চলমান থাকবে আমরা এমন প্রতিক্রিয়া দেখতে থাকবো। তবে আমি মনে করি না যে, এটা উস্কানিমূলক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানিয়ানরা আমাদেরকে টার্গেট করছে না। আজোদি বলেন, এর অর্থ হলো ইরানের এই হামলাকে বড় করে দেখছে না যুক্তরাষ্ট্র। ইরানিরা বার বার বলে আসছেন, গাজা যুদ্ধে তাদের কোনো আগ্রহ নেই। তবে ইরান যে হামলা চালিয়েছে তাতে অনেক মানুষ হতাহত হয়ে থাকতে পারেন। আমাদের উদ্বেগ সেখানেই।
ওদিকে সোমবার গাজার দক্ষিণে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের ২১ বছর বয়সী একজন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি দেশটির ৫৫তম ব্রিগেডের ৭১৫৫তম ব্যাটালিয়নের একজন সদস্য। একই যুদ্ধে একই ব্যাটালিয়নের একজন সেনা সদস্য আহত হয়েছেন। অন্যদিকে ৬০৩তম ব্যাটালিয়নের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের একজন সেনা সদস্য আলাদা এক ঘটনায় আহত হয়েছেন। জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, ৭ই অক্টোবর থেকে যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ১৮৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তবে সর্বশেষ নিহত সেনা সদস্য এর মধ্যে গণনায় ধরা হয়েছে কিনা তা জানা যায়নি। অন্যদিকে গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৪ হাজার ১০০। এর বেশির ভাগই নারী ও শিশু।
পূর্ব জেরুজালেম থেকে সাংবাদিক হামদা সালহুট বলছেন, দখলীকৃত পশ্চিম তীরে উত্তেজনাকর অবস্থার প্রেক্ষিতে সেখানে একটি অভিজাত বাহিনীর ইউনিট মোতায়েন করছে। তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল। কিন্তু পশ্চিমতীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় তাদেরকে আবার মোতায়েন করা হয়েছে। গত দুই বছর ধরে দখলীকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে দমনপীড়ন চালিয়ে আসছে ইসরাইলের সেনাবাহিনী। কিন্তু ৭ই অক্টোবর থেকে সেই ধারা ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণে হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ হচ্ছে ইসরাইলের। উত্তরে হিজবুল্লাহর আক্রমণ মোকাবিলা করছে। এরপর দখলীকৃত পশ্চিমতীর আছে। সেখানে প্রতিরোধ যুদ্ধ জোরালো হয়েছে। ফলে পশ্চিমতীরের পরিস্থিতি ফুটন্ত।