ইশরাকের ছোট ভাই ও চালককে আটকের দাবি
বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। রোববার (২৯ অক্টোবর) ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তাদের তুলে নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিএনপি নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসভবন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখার খবর পাওয়া যায়। সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।
এরপর বেলা সাড়ে ১০টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ নেতাকর্মীকে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে।