ইরফান পাঠান-তাসকিনের লড়াই দিয়ে শুরু জিম-আফ্রো টি-টেন
প্রথম নিউজ স্পোর্টস ডেস্ক: ববহুল কাঙ্ক্ষিত জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসরের সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২০ জুলাই এই আসরের পর্দা উঠবে, গ্র্যান্ড ফাইনাল হবে ২৯ জুলাই।
আসরের প্রথম ম্যাচেই তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের। ম্যাচ শুরুর আগে হবে ঝাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় তাসকিন-ইরফানদের লড়াই শুরু হবে।
এরপর টানা তিনদিনে ৯টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও তিনদিন মাঠে গড়াবে তিনটি করে ম্যাচে। ২৪ থেকে ২৭ জুলাই হবে দুটি ম্যাচ। ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমেনেটেরের খেলা। ফাইনালের পর ঝাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানও থাকছে।
সূচি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনির ভাষ্য, জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের সময়সূচি ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলা মনে উচ্চমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে।
টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক জানান, আমরা এই সময়সূচি ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ, এটি আমাদের একটি যুগান্তকারী মুহূর্তে উপহার দেবে। টি-টেন যাত্রার গতি এবং বিনোদিত করা অব্যাহত রেখেছে। আমরা হারারে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি।
এদিকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ১০ ওভারের টুর্নামেন্টের প্রতি ম্যাচ হবে হারারেতে। আবুধাবিতে টি-টেনের সফল ছয়টি আসর শেষে টি-টেন গ্লোবাল অন্য দেশগুলোতেও এই ফরম্যাটের ক্রিকেটকে পরিচিত করে তুলছে।
জিম্বাবুয়েতে এই ধরনের টুর্নামেন্ট এবারই প্রথম। এই প্রতিযোগিতা দিয়ে দেশের ভক্তদের ক্রিকেট উন্মাদনা ফিরিয়ে আনার প্রত্যাশা করা হচ্ছে। এ ছাড়া বিশ্বের সেরা ক্রিকেটারদেরও সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সরাসরি চুক্তিতে লাল-সবুজের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে নিয়েছে জোবার্গ বাফালোস।