ইতালিতে ফুটবল আসরে খেলবে বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা
ইতালিতে আগামী রোববার (২৯ মে) বিভিন্ন দেশের ফুটবল দল নিয়ে শুরু হচ্ছে আসর মুন্দিয়ালিডো

প্রথম নিউজ, ডেস্ক : ইতালিতে আগামী রোববার (২৯ মে) বিভিন্ন দেশের ফুটবল দল নিয়ে শুরু হচ্ছে আসর মুন্দিয়ালিডো।
বুধবার (১৮ এপ্রিল) রোমের অলিম্পিক স্টেডিয়ামের একটি হলরুমে অংশগ্রহণকারী দেশের খেলোয়াড় ও প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ বণ্টন করা হয়।
বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থাসহ ২৪টি দল খেলবে এই আসরে।
মুন্দিয়ালিডোর কর্মকর্তা সিনোর উজ্জেনিওর আমন্ত্রণে বাংলাদেশের পক্ষে অংশ নেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার চিফ অ্যাডভাইজার রাজনীতিক ও ব্যবসায়ী এম এ রব মিন্টু, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার সভাপতি বায়েজিদ আলী।
জানা গেছে, বাংলাদেশ লড়বে সি-গ্রুপে নাইজেরিয়া, ইথিওপিয়া ও হুন্ডুরাসের সঙ্গে। গ্রুপ বণ্টন অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত শামীম আহসানকে সম্মাননা দেওয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews