ইফতারের জন্য টক দইয়ের শরবত তৈরির রেসিপি

ইফতারের জন্য টক দইয়ের শরবত তৈরির রেসিপি

প্রথম নিউজ, ডেস্ক : ইফতারে শরবত হিসেবে কী খাওয়া হয়? বেশিরভাগই এক্ষেত্রে কেমিক্যালযুক্ত শরবত খেয়ে থাকেন। সেসব শরবত সুস্বাদু ও দেখতে ‍সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী নয়। তাই ঘরে তৈরি শরবত খাওয়াই উত্তম। এক্ষেত্রে রাখতে পারেন টক দইয়ের শরবত। এটি খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে


টক দই- ১ কাপ

গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

লবণ- ১/২ চা চামচ

ADVERTISEMENT


চিনি- ১/২ কাপ

পানি- পরিমাণমতো

বরফের টুকরা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পরিষ্কার ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ একে একে ঢেলে নিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর পরিবেশন গ্লাসে ঢেলে নিন। চাইলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। এতে শরবত খেতে আরও বেশি সুস্বাদু লাগবে।