ইউক্রেনে আটকেপড়া তুর্কিদের সমুদ্রপথে উদ্ধারের পরিকল্পনা

ইউক্রেনে আটকেপড়া তুর্কিদের সমুদ্রপথে উদ্ধারের পরিকল্পনা
আটকেপড়া তুর্কি নাগরিকদের সমুদ্রপথে উদ্ধরের পরিকল্পনা করছে তুরস্ক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনে আটকেপড়া তুর্কি নাগরিকদের সমুদ্রপথে উদ্ধরের পরিকল্পনা করছে তুরস্ক।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার গত রোববার আঙ্কারায় এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেন। খবর স্পুনিকের।

তিনি বলেন, ইউক্রেনের বিভিন্ন শহরে আটকেপড়া তুর্কি নাগরিকদের পাশাপাশি অন্য সব দেশের বেসামরিক লোকদেরও উদ্ধারের চেষ্টা করছে তুরস্ক।

আঙ্কারায় গত রোববার প্রথম রোজার ইফতার শেষে এক আলোচনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রচেষ্টায় শিগগিরই তুরস্কে আলোচনায় বসতে পারেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট।

এ সময় তিনি সেখানে যুদ্ধবিরতির প্রস্তার দেবেন। এ সময়ের মধ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধার করে আনবে তুরস্ক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom