ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল
ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রাচীন শহর হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল
প্রথম নিউজ, ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রাচীন শহর হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল।
মসজিদটির পরিচালক জানান, শুক্রবার থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।
হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু আসিনিনা বলেন, ইহুদিদের উৎসব উদযাপন নিবিঘ্ন করতে ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে।
ইসরাইলি সেনারা হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাচীন শহর হেবরন মুসলিম ও ইহুদি— উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসেবে পরিচিত।
এখানেই তিন নবী হযরত ইসহাক, ইয়াকুব ও হযরত ইব্রাহিমের কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা।
১৯৯৪ সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে ২৯ মুসল্লিকে হত্যা করে। এর পর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়।
হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম আর ৫০০ ইহুদি অবৈধ বসতকারীর বসবাস। মাত্র ৫০০ ইহুদির জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়।
২০১৭ সালে ইব্রাহিমি মসজিদসহ হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: