আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আজ রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের ভেতরের রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

 আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

প্রথম নিউজ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের ভেতরের রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ। নিহত সানারুল ইসলাম একই উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ভোরের দিকে কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom