আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মার্কার প্রতিবেদনে বলা হয়, ভিক্টিম নারীর আইনজীবী র‌্যাকুয়েল হারমিদা জানান, ২০১৯ সালের ১লা জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনে এ ঘটনা ঘটেছিল।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবরটি দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। মার্কার প্রতিবেদনে বলা হয়, ভিক্টিম নারীর আইনজীবী র‌্যাকুয়েল হারমিদা জানান, ২০১৯ সালের ১লা জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনে এ ঘটনা ঘটেছিল। আর্জেন্টিনার ‘রেডিও ১০’ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হারমিদা জানান, বুয়েন্স আয়ার্সের লা মাতানজায় মন্তিয়েলের বাড়িতে ধর্ষণের শিকার হন সেই নারী। থানায় অভিযোগ দায়ের করতে চাইলে হুমকির মুখোমুখিও হন তিনি। 

মূলত মন্তিয়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই নারীর। জন্মদিনে প্রেমিকাকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন মন্তিয়েল। পেশায় একজন মডেল সেই নারী মদ পানে অভ্যস্ত না হলেও লা মাতানজায় জন্মদিনের পার্টিতে দু’বার ড্রিংক করেন। হারমিদার দাবি, মদ্যপ অবস্থায় মন্তিয়েলের লালসার শিকার হন ভিক্টিম। এমনকি সেই নারী যৌন নির্যাতনে জড়িতদের ঠিক সংখ্যাটাও জানেন না।

স্প্যানিশ গণমাধ্যম ‘লা ওপিনিয়ন’ রেডিও ১০-এর সঙ্গে আইনজীবী হারমিদার আলাপ প্রকাশ করেছে। হারমিদা বলেন, ‘অভিযোগটা গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে, যার সঙ্গে অল্প দিনের সম্পর্ক ছিল ঘটনার শিকার নারীর। ঘটনাটা মন্তিয়েলের বাসায় ঘটেছে। যার শুরু লা মাতানজা থেকে। অভিযোগ করার সময় হুমকিও পেয়েছেন সেই নারী। তাই আমরা হুমকির বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ করব।’

লা ওপিনিয়নের প্রতিবেদনে বলা হয়, মদ্যপানের পর অচেতন হয়ে পড়েন সেই নারী। কয়েক ঘণ্টা পর তিনি নিজেকে মন্তিয়েলের বাসার গেটের বাইরে আবিষ্কার করেন। হাঁটু রক্তাক্ত ছিল তার। এরপর সেই নারীর সন্দেহ হয়, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকের কাছে যান এবং মেডিকেল রিপোর্টে জানানো হয়, তাকে ধর্ষণ করা হয়েছে। গঞ্জালো মন্তিয়েল এখনও এ বিষয়ে মুখ খোলেননি।   

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: