আবারও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : আশা জাগিয়েও প্রথম ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ দল। শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচেও টসে অভিন্ন চিত্র। কয়েনভাগ্য পাশে পেয়েছেন টাইগার অধিনায়ক। প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টসের সময় মাহমুদউল্লাহ জানিয়েছেন, এই উইকেটের চরিত্র বোঝা কঠিন। তবে আগে ব্যাট করে সুবিধাজনক সংগ্রহ দাঁড় করিয়ে সেটি ডিফেন্ড করার পরিকল্পনা তার দলের।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আজও বলেছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। অর্থাৎ পরপর দুই ম্যাচে টস হারলেও নিজের পছন্দমতো সিদ্ধান্তই পেয়েছেন বাবর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: