আফগানিস্তানে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ৩১, নিখোঁজ ১০০
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছেন ৩১ জন
প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছেন ৩১ জন এবং এখনও নিখোঁজ আছেন আরও অন্তত ১০০ জন।
এছাড়া আরও ১৭ জন আহত হয়েছেন। রোববার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হওয়ার পর সোমবার সকালে পারওয়ানের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। তাতেই এ পরিমাণ মানুষ হতাহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা বখতার নিউজ এজেন্সি।
ব্যাপকসংখ্যক হতাহতের পাশাপাশি বন্যায় পারওয়ানের তিনটি জেলায় কয়েক ডজন ঘর ভেসে গেছে। উঁচু উঁচু পর্বতে ঘেরা পারওয়ান প্রদেশে অবশ্য বছরের এই সময়ে তুমুল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রায়ই ঘটে থাকে।
আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনের দিনগুলোতে আফগানিস্তানে ৩৪টি প্রদেশের বেশিরভাগ এলাকায় আরও এমন তুমুল বর্ষণের আশঙ্কা রয়েছে।
গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৪০ জন নিহত হয়েছিলেন। তার আগের মাসে এই জনিত কারণে নিহতের সংখ্যা ছিল ১৯ জন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews