আন্দোলনের মাঠে ছাত্রদলকেই সামনে থাকতে হবে: বকুল
প্রথম নিউজ, ঢাকা:বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেছেন, ক্ষমতাসীন অবৈধ সরকারকে সরাতে রাজপথের বিকল্প নাই। কঠিন আন্দোলনের মাধ্যমেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। ওই আন্দোলনে ছাত্রদলকেই মূল ভূমিকা পালন করতে হবে। সম্মুখ সারীতে দাড়িয়ে বুক চিতিয়ে নেতৃত্ব দিতে হবে ছাত্রদলকে। এছাড়া আন্দোলন সফল হবে না।
বৃহস্পতিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়ে তিনি আগামী দিনের আন্দোলনে প্রত্যেক নেতাকর্মীর সক্রিয় অবস্থানের জন্য শপথ পাঠ করান। নেতারা এসময়ে দুই হাত তুলে মাঠে থাকার প্রতিজ্ঞা করেন।
বকুল বলেন, এই সরকারকে সরাতে না পারলে আমরা কেউ ভালো থাকবো না, দেশের মানুষও বাচতে পারবে না। নির্যাতন আর মামলা-হামলায় সবাইকে শেষ করে ফেলবে। ঘরে থেকেও কেউ নিরাপদে থাকতে পারবেন না। মামলা খেতে হবে, জেলে যেতে হবে। তাহলে মাঠে নেমে পরিবর্তনের জন্য কেনো চেস্টা করবেন না।
তিনি বলেন, দেশকে বাঁচাতে, দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে অতীতের মতো ছাত্রদলকেই এখন কান্ডারীর ভূমিকায় নামতে হবে। ইতিহাস তৈরীতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়ে রাজপথে থাকতে হবে।
এসময়ে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাসেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সহ সভাপতি তানজিল হাসান, রিয়াদ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।