আজমপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

আজমপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রথম নিউজ, রাজধানী : রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে উত্তরার আজমপুর এলাকার রেললাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।