আগামীকাল Xiaomi 13 Ultra আসছে Leica ক্যামেরার সাথে
আগামীকাল ১৮ এপ্রিল লঞ্চের আগে Xiaomi 13 Ultra স্মার্টফোনের ফিচার এবং ডিজাইন প্রকাশ্যে
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: Xiaomi বর্তমানে তাদের লেটেস্ট ‘ফ্ল্যাগশিপ কিলার’ Xiaomi 13 Ultra -কে বিশ্বব্যাপী লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আগামীকাল অর্থাৎ ১৮ই এপ্রিল চীন এবং বিশ্ব বাজারে এই ‘টপ-অফ-দ্য-লাইন’ স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে। যদিও এটি ভারতে আত্মপ্রকাশ করবে কিনা তা এখনো পর্যন্ত অজানা। আজ Xiaomi তাদের এই আপকামিং স্মার্টফোনের নতুন টিজার পোস্টার রিলিজ করেছে। যেখান থেকে Xiaomi 13 Ultra-এর বেশ কয়েকটি কী-স্পেসিফিকেশন সহ ডিজাইন প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত সংস্থার তরফ থেকে পূর্বেই নিশ্চিত করা হয়েছিল যে তাদের এই হ্যান্ডসেটের ক্যামেরা জার্মান ক্যামেরা ব্র্যান্ড, Leica -এর সাথে হাত মিলিয়ে ডেভেলপ করা হবে। আর আজকে প্রকাশিত টিজারের মাধ্যমে ডিভাইসটির ক্যামেরা সেটআপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সামনে এসেছে। চলুন Xiaomi 13 Ultra স্মার্টফোনের ডিজাইন, স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।
Xiaomi 13 Ultra স্মার্টফোনের ফিচার এবং ডিজাইন প্রকাশ্যে
আগামীকাল অর্থাৎ ১৮ই এপ্রিল চীন সহ বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে Xiaomi 13 Ultra। তবে আনুষ্ঠানিক লঞ্চের একদিন আগেই টেক-প্রেমীদের কৌতূহল মেটাতে সংস্থাটি তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিজাইন প্রকাশ্যে এনেছে। টিজার ইমেজে – Xiaomi 13 Ultra ফোনকে অলিভ গ্রীন কালারের ব্যাক প্যানেল সহ দেখা গেছে। এই ব্যাক প্যানেলটি লেদার ফিনিশিং যুক্ত স্লিক ডিজাইনের হবে, যা এর আগেও আমরা পূর্বসূরি Xiaomi 12S Ultra -তে দেখেছি। এছাড়া জানা গেছে ডিভাইসটি দুটি কালার বিকল্পের সাথে লঞ্চ হতে পারে – গ্রীন এবং হোয়াইট। Xiaomi 13 Ultra মডেলের পেছনে একটি ডিস্ক ক্যামেরা মডিউলও দেখা গেছে।
টিজার ইমেজ দেখে, শাওমির আসন্ন হ্যান্ডসেটের রিয়ার প্যানেলের নিম্নভাগের তুলনায় ক্যামেরা মডিউল অংশটি সামান্য উঁচু বলেই মনে হচ্ছে। হয়তো চারটি বড় সেন্সর থাকার কারণে এভাবে ডিজাইন করা হয়েছে। আর শাওমি ১৩ আল্ট্রা স্মার্টফোনের পিছনে বৃত্তাকার মডিউলের ভিতরে থাকা কোয়াড-ক্যামেরা সেটআপের ঠিক কেন্দ্রে ‘লাইকা’ ব্র্যান্ডিংয়ের টেক্সট দেখা যাবে। শাওমি জানিয়েছে, তাদের এই ফোন জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 সার্টিফাইড।
এবার আসা যাক ফিচারের প্রসঙ্গে। সংস্থার বিবৃতি অনুসারে, আসন্ন শাওমি ১৩ আল্ট্রা হবে বিশ্বের প্রথম স্মার্টফোন যা পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল অ্যাপারচার সহ ১-ইঞ্চি ক্যামেরা সেন্সর অফার করবে। উক্ত ফ্ল্যাগশিপ ফোনের প্রাইমারি ক্যামেরার অ্যাপারচারকে প্রয়োজন মতো এফ/১.৯ এবং এফ/৪.০ -এর মধ্যে সামঞ্জস্য করা যাবে। টিজার ইমেজের দৌলতে ফোনটির ক্যামেরা সেটআপের বিবরণও সামনে এসেছে। জানা যাচ্ছে শাওমি ১৩ আল্ট্রা-এ ১-ইঞ্চি আকারের ৫০ মেগাপিক্সেল Sony IMX 989 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX 858 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল Sony IMX 858 টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX 858 পেরিস্কোপ জুম শুটার থাকবে।
ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে, যা সম্ভবত ৪কে (4K) ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ হবে। আবার রিয়ার প্রাইমারি ক্যামেরাটি সর্বোচ্চ ৩০fps রেটে ৮কে (8K) রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে দেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এই ফোনে স্ন্যাপশট, নাইট সিন শুটিং ইত্যাদি ক্যামেরা ফিচারও সাপোর্ট করবে।
এদিকে আপকামিং Xiaomi 13 Ultra স্মার্টফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে, এই ব্যাটারি ১% চার্জেও ৬০ মিনিট পর্যন্ত ডিভাইসকে সচল রাখবে বলে দাবি করা হয়েছিল। আর পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ আসবে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে। Xiaomi 13 Ultra ফোনের সামনে কার্ভড এজ ডিজাইনের ৬.৭-ইঞ্চির ২কে AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের হবে এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেস প্রি-লোডেড থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্ববর্তী একটি রিপোর্টে Xiaomi 13 Ultra স্মার্টফোনটি মোট চারটি স্টোরেজ কনফিগারেশনের সাথে আসবে বলে দাবি করা হয়েছিল। যথা – ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট স্টোরেজ। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে – ৬,২৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৭৫,৮০০ টাকা), ৬,৭৯৯ ইউয়ান (প্রায় ৮১,৮০০ টাকা), ৭,৪৯৯ ইউয়ান (প্রায় ৯০,৩০০ টাকা) এবং ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৬,৩০০ টাকা) রাখা হতে পারে৷