আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় আছে : মির্জা ফখরুল
তিনি বলেন, বাংলাদেশের মানুষের অস্তিত্ব রক্ষায় তত্ত্ববধায়ক সরকার দরকার।
প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সুদূরপ্রসারী চিন্তা করে তাদের ঘোষণা অনুযায়ী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে নীলনকশা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে। বাংলাদেশের মানুষের অস্তিত্ব রক্ষায় তত্ত্ববধায়ক সরকার দরকার।
রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ রোববার ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম নামে একটি সংগঠন এর আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে। সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্রিটিশ, পাকিস্তান আমলের দুঃশাসনকে আওয়ামী লীগ ছাড়িয়ে গেছে। কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। তিনি বলেন, বিআরটি প্রকল্প গলার কাঁটা হয়ে গেছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের আগে পদত্যাগ করা উচিত ছিল।
অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেখানে পৌঁছেছে তাতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। সংবিধান কোনো বাইবেল নয়, এটি মানুষের জন্য। তিনি বলেন, জনগণের স্বার্থে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান সংযোজন করা যেতে পারে। যা পরে আইনসিদ্ধ করে নেওয়া যেতে পারে। যে নামেই হোক নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় নিয়ে যেকোনো নাগরিক প্রশ্ন তুলতে পারেন। সংবিধান লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির দাবি যৌক্তিক, এতে সংবিধানের ব্যত্যয় হবে না। তিনি আরও বলেন, কলুষিত সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা গাইবান্ধায় প্রমাণ হয়ে গেছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সংবিধানে গণতন্ত্র থাকলেও বর্তমান সরকারের অধীনে দেশে গণতন্ত্র নেই। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচারকের রায়ে আরও ২ বার থাকার কথা থাকলেও সে রায় সরকার বাস্তবায়ন করেনি। সুপ্রিম কোর্টের রায়ে আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসতে পারে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ডাবল স্ট্যান্ডার্ডে বিশ্বাস করে, যা তারা মুখে বলে তা তারা বিশ্বাস করে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews