অভিযোগ বিএনপির :সরকার মিথ্যা ইতিহাস লিখে স্কুলে পাঠদান চালানোর চেষ্টা করছে
সরকার মিথ্যা ইতিহাস লিখে স্কুলে পাঠদান চালানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান
প্রথম নিউজ, ঢাকা : সরকার মিথ্যা ইতিহাস লিখে স্কুলে পাঠদান চালানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিয় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি পাকিস্থানিদের ভয় পাননি। এই কথাগুলো আজকে নতুন প্রজন্মকে জানাতে হবে। কিন্তু আজকে সরকার স্কুলে মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করার চেষ্টা করছে। সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে, প্রতিহত করতে হবে।’
সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে উল্লেখ করে মঈন খান বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আপনারা সচেতনভাবে পালন করবেন। আর আজকে বিএনপির যে চলমান আন্দোলন চলছে, তাতে সফলতা লাভ করবো।’
সভায় উপস্থিত স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, চলমান আন্দোলন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতামত দিবেন, কীভাবে সফল হওয়া যায়। আর আপনারা মতামত দিবেন কীভাবে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
মতবিনিয় সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: