অন্য ধর্মের হয়েও মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে তারা রোজা রাখছেন
এই রমজানে এক ভিন্ন সম্প্রীতি, সংহতি, ধর্মীয় সহনশীলতা ও বোঝাপড়ার ছবি দেখলো বিশ্ব

প্রথম নিউজ, ডেস্ক: বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া দিন দিন বাড়ছে। চলতি রমজানেও বিশ্বের বিভিন্ন প্রান্তে হামলার শিকার হয়েছেন মুসলিমরা। কিন্তু এই রমজানে এক ভিন্ন সম্প্রীতি, সংহতি, ধর্মীয় সহনশীলতা ও বোঝাপড়ার ছবি দেখলো বিশ্ব। মুসলিমদের পাশে থেকে ইসলামোফোবিয়া মোকাবিলায় রোজা রাখতে দেখা গেল অমুসলিমদের। জানা গেছে, অন্তত ২৫টি দেশের মানুষ, যাদের ধর্ম ইসলাম নয়; এরপরও মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে তারা রোজা রাখছেন। তারা ১, ২, ৩, ১০ বা সম্পূর্ণ ৩০ দিন রোজা রাখছেন। ইসলাম বিদ্বেষ প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চ্যালেঞ্জ আয়োজিত হয়। এতে ওই দেশগুলোর মানুষ নানা মেয়াদে রোজা পালন এবং হিজাব চ্যালেঞ্জে অংশ নেয়।
চ্যালেঞ্জ শুরু হয় প্রথম রোজা থেকেই। এ ধরনের চ্যালেঞ্জে দ্বিতীয়বারের মতো অংশ নেয়া ব্রিটিশ গায়িকা কেট স্টেবলস ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ’আমি দেখতে পেয়েছি, এটি এক মাসের জন্য সম্পূর্ণরূপে গিয়ার পরিবর্তন করার মতো বিষয়। আমি এবং আমার চারপাশের মানুষ কী করছি, কিভাবে করছি তা নিয়ে সময় ও স্থান থেকে অনেক কিছু শেখার আছে।’ সোশ্যাল মিডিয়ায় ফাস্টফরইউনিটি নাম থেকে বোঝা যায়, উদ্যোগটি হলো- ইসলামোফোবিয়া দূর করা এবং ধর্মীয় পার্থক্য সরিয়ে রেখে মুসলিম সম্প্রদায়ের সাথে একাত্মতা প্রকাশের বিষয়।
সূত্র : পুবের কলম
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews