অন্যত্র বিয়ে হলে স্ত্রী কি মৃত স্বামীর সম্পদ পাবে?
স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই সে মিরাসের হকদার হয়ে যায়।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসলামি শরিয়ত মতে নারী ও পুরুষ কুরআনে বর্ণিত অংশানুযায়ী প্রত্যেকে নিকটাত্মীয়ের সম্পদের অধিকারী হবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্পই হোক বা বেশি, এক নির্ধারিত অংশ। (সুরা নিসা, আয়াত : ৭) এই নির্ধারিত অংশ যেন সবাই যথাযথভাবে পায় সে ব্যাপারেও আল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
কারো কারো ধারণা যে, স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর যে মিরাস পায় তার জন্য শর্ত হল, অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া। যদি কোথাও বিয়ে করে তাহলে সে পূর্বের স্বামীর মিরাস পাবে না। এটি সম্পূর্ণ জাহেলী চিন্তা! স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই সে মিরাসের হকদার হয়ে যায়। তার অন্যত্র বিবাহ হোক বা না হোক তাতে তার মিরাস প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে না। এ কারণে কোনো নারীকে মিরাস থেকে বঞ্চিত করা হলে তা হবে বড় ধরনের কবিরা গুনাহ। এটা একদিকে তার পাওনা আত্মসাৎ করা অপরদিকে শরীয়তের বিকৃতি সাধন।
আমাদের দেশে স্বামীর মৃত্যুর পর বিধবাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা না করা একটি জাহেলী নিয়ম। এর এখন আরো বড় জুলুম যোগ হয়েছে যে, অন্যত্র বিবাহের কারণে তাকে মিরাস থেকে বঞ্চিত করা হয়। স্মরণ রাখবেন, যাদের তত্ত্বাবধানে কোনো বিধবা রয়েছে তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হল, বাস্তব কোনো ওজর না থাকলে (সামাজিক প্রতিবন্ধকতা কখনোই কোনো ওজর নয়) তার বিয়ের ব্যবস্থা করা। এতে বিভিন্ন উপকারিতার পাশাপাশি মৃত সুন্নত জিন্দা করার ছওয়াবও হাসিল হবে। আল কাউসার