অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে ছুরিকাঘাতে হত্যা
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হাকিমপুর উপজেলার জামতুলী মিশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে অটোরিকশা ছিনতাইয়ের সময় মফিজার রহমান (৬০) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করে অটোরিকশাটি জব্দ করতে পারলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হাকিমপুর উপজেলার জামতুলী মিশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মফিজার রহমান (৬০) হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু সায়েম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতুলী মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা দু’জন যাত্রী চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগীতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’
আবু সায়েম আরও বলেন, ‘৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ছুরিকাঘাত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. মহসিন আলী তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews