৯ আঙ্গুল নিয়েই খেলতে চান সোহান
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে রংপুর রাইডার্স
প্রথম নিউজ, ডেস্ক : বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে রংপুর রাইডার্স। আর দলটির অধিনায়ক হিসেবে আছেন নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচ জয়ের পর অবশ্য সংবাদ সম্মেলনে এসে রংপুরের অধিনায়ক জানালেন ৯ আঙ্গুল থাকলে সেটা নিয়েই খেলার চেষ্টা করবেন তিনি।
গেল বছর জিম্বাবুয়ে সফরের সময় আঙুলে চোট পান সোহান। এরপর সিঙ্গাপুরে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। ফলে খেলতে পারেননি এশিয়া কাপেও। এরপর থেকে আঙুলে ব্যথা নিয়েই মাঠে নামছেন সোহান। যে কারণে কিপিং গ্লাভস হাতে খুব বেশি ছন্দে নেই রংপুরের এই অধিনায়ক।
রংপুরের জয়ের পর সংবাদ সম্মেলনে সোহানের কাছে জানতে চাওয়া হয়ছিল, ব্যথার কারণেই কি গত কয়েকমাস ধরে কিপিংয়ে পুরোপুরি ছন্দে নেই তিনি? জবাবে সোহান বলেন, ‘যে আঙ্গুলটায় অস্ত্রোপচার হয়েছে, এটা নিয়ে একটু ভুগছিলাম। ম্যাচের ওপরও প্রভাব ফেলছিল। আমার কাছে মনে হয়, এটা যেহেতু খেলারই অংশ তাই খুব বেশি কিছু চিন্তা করতে চাই না। কোনো অযুহাত বা কথা বলা নয়...আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়ে আর কথা বলবো না। যে অবস্থায় আছে, মেনে নিতে হবে। যদি আমার নয়টা আঙ্গুল থাকে, তাহলে নয়টা নিয়েই খেলার চেষ্টা করবো।’
এছাড়া নিজের ব্যাটিং প্রসঙ্গে সোহান বলেন, ‘হয়তো খারাপ সময় যেতে পারে (কিপিংয়ে)। যেটা বললাম, একটু ভুগছিলাম। খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না কিপিংয়ে। ওটা থেকে বের হওয়ার চেষ্টা করেছি। আর ব্যাটিংয়ে আমি বলতে পারি, যদি টি-টোয়েন্টি হিসেব করে, আমি যে পজিশনে ব্যাট করি, এই জায়গায় রান করার থেকে স্ট্রাইক রোটেট করা বা স্ট্রাইকরেট বাড়ানোটাই গুরুত্বপূর্ণ।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews