৮৭১১ কোটি টাকার ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল: ইসি সচিব

বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত সরকার বাতিল করেছে জানান তিনি।

৮৭১১ কোটি টাকার ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল: ইসি সচিব
৮৭১১ কোটি টাকার ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল: ইসি সচিব

প্রথম নিউজ, অনলাইন : আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার সিদ্ধান্ত সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত সরকার বাতিল করেছে জানান তিনি। আজ সোমবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশন গত বছরের অক্টোবরে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তাবনা পাঠিয়েছিল ইসি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: