টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
চট্টগ্রাম পর্ব শেষ করে এসে ঢাকায় আবার শুরু হলো বিপিএল
প্রথম নিউজ, ডেস্ক : চট্টগ্রাম পর্ব শেষ করে এসে ঢাকায় আবার শুরু হলো বিপিএল। ঢাকায় সংক্ষিপ্ত এই পর্বের শুরুতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলে দুই দলেরই অবস্থান পাশাপাশি। ৪ পয়েন্ট করে নিয়ে ৫ এবং ৬ - এ। যদিও রংপুর খেলেছে ৫ ম্যাচ এবং চট্টগ্রাম খেলেছে ৬ ম্যাচ।
আজ যে জিততে, তাদের চার নম্বরে উঠে যাওয়ার সুযোগ রয়েছে। সে লক্ষ্যেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস করতে নামলেন দুই দলের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং শুভাগত হোম। টস জিতলেন শুভাগত হোমই। জিতেই নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত এবং ব্যাটিংয়ে পাঠালেন রংপুর রাইডার্সকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: