৬-১২ নভেম্বর গ্যাস সরবরাহ বিঘ্ন-স্বল্প চাপ থাকতে পারে যেসব এলাকায়
প্রথম নিউজ, ঢাকা :গ্যাসের সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, জিটিসিএল আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং কার্যক্রম সম্পাদন করবে। সে সময়ে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews