৪০০ ছুঁয়ে থামলো ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড

২৪০ রানে ৭ উইকেট তুলে নিয়েও ভারতকে বড় লিড থেকে আটকাতে পারলো না অস্ট্রেলিয়া।

৪০০ ছুঁয়ে থামলো ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
৪০০ ছুঁয়ে থামলো ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড

প্রথম নিউজ, ডেস্ক : ২৪০ রানে ৭ উইকেট তুলে নিয়েও ভারতকে বড় লিড থেকে আটকাতে পারলো না অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল মিলে স্বাগতিকদের এনে দিলেন ৪০০ রানের সংগ্রহ।

নাগপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৩৯.৩ ওভারে কাঁটায় কাঁটায় ৪০০ করে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ১৭৭ রান। ফলে ২২৩ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।

৭০ করে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পরও অনেকটা সময় লড়াই চালিয়ে গেছেন অক্ষর প্যাটেল। সম্ভাবনা ছিল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছোঁয়ারও।

কিন্তু সঙ্গীর অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। ১৬ রান দূরে থাকতে আউট হয়ে যান অক্ষর। ১৭৪ বলে সাজানো তার ৮৪ রানের ইনিংসে ১০টি বাউন্ডারির সঙ্গে ছিল একটি ছক্কার মার। এছাড়া মোহাম্মদ শামির ব্যাট থেকে আসে ৩৭।

অস্ট্রেলিয়ার অভিষিক্ত অফস্পিনার টড মার্ফি ১২৪ রান খরচায় একাই নিয়েছেন ৭টি উইকেট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: