২৮শে এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

২৮শে এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

প্রথম নিউজ, ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য আগামী শুক্রবার (২৮শে এপ্রিল) রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯শে এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক-এর তরফে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।