কর্তব্যরত অবস্থায় মারা গেলেন এসআই
কুড়িগ্রামে কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়
প্রথম নিউজ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়।
বুধবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই বিল্লাল হোসেন কচাকাটা থানায় কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কচাকাটা থানা এলাকায় পেট্রোল ডিউটিতে যান এসআই বিল্লাল হোসেন। কর্তব্যরত অবস্থায় কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় ভোর ৬টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন ১৯৯৭ সালেবাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান এবং স্ত্রীকে রেখে গেছেন।