২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মিথালি
দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের কিংবদন্তি নারী ক্রিকেটার মিথালি রাজ

প্রথম নিউজ, ডেস্ক : দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের কিংবদন্তি নারী ক্রিকেটার মিথালি রাজ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এ ৩৯ বছর বয়সী ব্যাটার।
১৯৯৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন মিথালি। প্রায় দুই যুগের ক্যারিয়ার শেষে ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটেই কিংবদন্তি হয়ে আছেন তিনি। নারী ক্রিকেটে তার চেয়ে লম্বা ক্যারিয়ার রয়েছে মাত্র একজনের।
ভারতের হয়ে ১২ টেস্ট, ২৩২ ওয়ানডে ও ৮৯ টি-টোয়েন্টি খেলেছেন মিথালি। দেশের ইতিহাসে নারী-পুরুষ মিলিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে দুইটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন এ ডানহাতি টপঅর্ডার ব্যাটার। সবমিলিয়ে ভারতের হয়ে ১৯৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মিথালি।
নিজের অবসরের বার্তায় তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আমি মনে করি এখনই সময় বিদায় বলার। আমাদের দল এখন এমন অবস্থায় আছে যেখান থেকে নতুন প্রতিভাবান ক্রিকেটাররা এগিয়ে নিয়ে যেতে পারবে। সবার জন্য শুভকামনা।’
খেলোয়াড়ি ক্যারিয়ারে আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন মিথালি। বিদায়বেলায় এই ফরম্যাটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তকমা নিয়েই যাচ্ছেন তিনি। ওয়ানডেতে সাত সেঞ্চুরি ও ৬৪ ফিফটিতে ৭৮০৫ রান করেছেন মিথালি। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ফিফটি করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে সবমিলিয়ে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন মিথালি। এর মধ্যেই হয়েছেন ভারতের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার করা ২১৪ রান এখনও নারীদের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২০১৯ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও, এখনও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
ক্রিকেটে অবদানের জন্য ভারতসহ সারা বিশ্বেই।বহুল সমাদৃত মিথালি রাজ। খেলাধুলায় অবদান রেখে অর্জুনা এওয়ার্ড, পদ্মশ্রী এওয়ার্ড এবং সম্প্রতি রাজীব গান্ধী খেল রত্ন এওয়ার্ডও জিতেছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews