১৭ মামলার আসামিসহ নীলফামারীতে ৪ চোর গ্রেপ্তার
রোববার (২১মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারীতে চুরি হওয়া মালামালসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০মে) গভীর রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রোববার (২১মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
রোববার বিকেলে নীলফামারী সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের পূর্বকুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম পিচ্চি (৩১), রেজাউল হক বাদল রেজবুল (২৯), রোমান ইসলাম রুমন (২২) ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মো. আলিফ (২৪)। শরিফুলের বিরুদ্ধে ১৭টি ও রেজাউলের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
মোস্তফা মঞ্জুর বলেন, গত ১৩ মে গভীর রাতে শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের তিনতলা বাড়ির তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর হাবিবুর রহমানের বাড়ির সিসিটিভির ফুটেজ চেক করে চোরদের শনাক্ত করা হয়। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, এলইডি টিভি, দুইটি মোটর পাম্প, একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, আসামি শরিফুলের বিরুদ্ধে ১৭টি ও রেজাউলের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতরা চুরির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।