১১ দলের সমন্বয়ে  জাতীয়তাবাদী সমমনা জোটের আত্মপ্রকাশ 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান এবং নতুন আত্মপ্রকাশ হওয়া জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ এই ঘোষণা দেন।

১১ দলের সমন্বয়ে  জাতীয়তাবাদী সমমনা জোটের আত্মপ্রকাশ 

প্রথম নিউজ,ঢাকা: ২০ দলীয় জোটের শরিক ১১ টি দলের সমন্বয়ে আত্মপ্রকাশ হয়েছে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান এবং নতুন আত্মপ্রকাশ হওয়া জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘ আমরা ১১টি দল এক হয়ে আজকে জাতীয়তাবাদী সমমনা জোট গঠনের করেছি। এই জোটের নাম হচ্ছে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। গণ আকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করে আমরা যুগপত আন্দোলনের সাথে থাকব।”

১১ দলীয় জোটের দলসমূহ হচ্ছে : ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জাগপা(খন্দকার লুতফুর), ডেমোক্রেটিক লীগ-ডিএল, বাংলাদেশ ন্যাপ, বিকল্পধারা(নুরুল আমিন), সাম্যবাদী দল, গণদল, ন্যাপ-ভাসানী, ইসলামী ঐক্যজোট, পিপলস লীগ এবং বাংলাদেশ মাইনোরেটি জনতা পার্টি।  গত ২২ ডিসেম্বর ২০ দলীয় জোটের শরিক ১২টি দল নিয়ে ‘১২ দলীয় জোট’ এর আত্মপ্রকাশ হয়েছিলো।

এই জোটের দলগুলো হচ্ছে : জাতীয় পার্টি(কাজী জাফর), কল্যাণ পার্টি, লেবার পার্টি, জাতীয় দল,  বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল-জাগপা(তাসমিয়া প্রধান), এনডিপি, এলডিপি(সেলিম), মুসলিম লীগ, জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, ইসলামিক পার্টি এবং সাম্যবাদী দল।
নতুন আত্মপ্রকাশ হওয়া জোটের শরিক ইসলামী ঐক্যজোট ও সাম্যবাদী দল গত ২২ ডিসেম্বর গঠিত ’১২ দলীয় জোট’ এর নাম রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘‘ সাম্যবাদী দল ও ইসলামী ঐক্যজোট আমাদের সাথে, জাতীয়তাবাদী সমমনা জোটে আছে। তারা অন্যজোটে এখন নেই। তবে ইসলামী ঐক্যজোট ও পিপলস লীগের কোনো প্রতিনিধি এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলনে নতুন জোটের নেতৃবৃন্দে মধ্যে বিকল্পধারা‘র(নুরুল আমিন) চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাগপা(খন্দকার লুতফর)সভাপতি খন্দকার লুতফর রহমান, ডিএলের সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ-ভাসানী সভাপতি আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেক, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনোরেটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মন্ডল উপস্থিত ছিলেন।

এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে একই স্থানে এনপিপির একটি অনুষ্ঠানে খন্দকার মোশাররফ প্রধান অতিথি ছিলেন।

২০১২ সালের ১৮ এপ্রিল চার দলীয় জোটকে সম্প্রসারণ করে ২০ দলীয় জোট করে।