১ জুলাই থেকে রাশিয়ানদের জন্য ভিসা চালু করছে ইউক্রেন
সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম নিউজ, ডেস্ক : ১ জুলাই থেকে রাশিয়ান নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন । ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল একথা বলেছেন। শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্যামিহালকে উদ্ধৃত করে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলেনস্কি বলেছেন যে 'দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর ক্রমাগত হুমকির কারণে রাশিয়ান নাগরিকদের জন্য ইউক্রেনে ভিসা-মুক্ত ভ্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ' । প্রেসিডেন্ট আরো বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ চালাচ্ছে। সেজন্য আমাদের ভূখণ্ডে রুশ নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ’ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সীমান্তে রুশ সেনা ঢুকে পড়ার আগে রাশিয়ার নাগরিকদের সেদেশে প্রবেশে কোনও ভিসা লাগত না। তাদের প্রথম প্রবেশের তারিখ থেকে অন্তত ৯০ দিন থাকার অনুমতি দেওয়া হত । কিন্তু যুদ্ধ সব বদলে দিয়েছে। যদিও এই সিদ্ধান্তকে প্রতীকী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সীমান্ত সরকারি ভাবে বন্ধ করে রাখা হয়েছে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews