হিসাব করে না চললে বিপদ আসার সম্ভাবনা আছে: প্রধানমন্ত্রী

আজ দুপুরে পাতাল  রেল ও দ্বিতীয় মেট্রো রেল (এমআরটি লাইন-১)-এর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হিসাব করে না চললে বিপদ আসার সম্ভাবনা আছে: প্রধানমন্ত্রী
হিসাব করে না চললে বিপদ আসার সম্ভাবনা আছে: প্রধানমন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন: বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হিসাব করে না চললে বিপদ আসার সম্ভাবনা আছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আজ দুপুরে পাতাল  রেল ও দ্বিতীয় মেট্রো রেল (এমআরটি লাইন-১)-এর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় পাতাল  রেল ও দ্বিতীয় মেট্রো রেল (এমআরটি লাইন-১) নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমি জাতির জনকের কন্যা, মানুষের ভাগ্য পরিবর্তনই আমার কাজ। বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: