হাসপাতালে ভর্তি পাকিস্তানি পেসার নাসিম শাহ

নিউমোনিয়া ধরা পড়েছে পাকিস্তানি পেসার নাসিম শাহর

 হাসপাতালে ভর্তি পাকিস্তানি পেসার নাসিম শাহ
 হাসপাতালে ভর্তি পাকিস্তানি পেসার নাসিম শাহ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : নিউমোনিয়া ধরা পড়েছে পাকিস্তানি পেসার নাসিম শাহর। বুধবার রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন নাসিম। তারাই খতিয়ে দেখবেন, সুস্থ হলে এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি অংশ খেলতে পারবেন কিনা।

তবে আপাতত যতটুকু জানা গেছে, শুধু ইংলিশদের বিপক্ষে সিরিজই নয়, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও অনিশ্চিত নাসিম। আগামী ৭ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে বাংলাদেশ, নিউজিল্যান্ড আর পাকিস্তানকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ।

এই সিরিজের জন্য ৩ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের। হাতে খুব বেশি সময় নেই। নাসিম তার আগে সুস্থ হয়ে উঠতে না পারলে ত্রিদেশীয় সিরিজে তাকে ছাড়াই দল ঘোষণা করতে হবে পাকিস্তানকে।

ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটি খেলেছেন নাসিম। শাহিন শাহ আফ্রিদির চোটে পাকিস্তানের পেস বোলিং ইউনিটের মূল দায়িত্বটা সামলাচ্ছেন তিনিই।

হারিস রউফের সঙ্গে নাসিমের জুটিটাও বেশ জমে উঠেছে। ত্রিদেশীয় সিরিজে তরুণ এই পেসারকে না পেলে সেটা পাকিস্তানের জন্য বড় ধাক্কাই হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom