হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি

প্রথম নিউজ, ঢাকা: আলোচিত অভিনেত্রী পরিমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীমনির সঙ্গেই রয়েছে তার ছেলে রাজ্য।  রোববার দিনগত রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অসুস্থতার বিষয়টি পরীমনি নিজেই নিশ্চিত করেছেন। 

পরীমনির স্ট্যাটাস থেকে জানা গেছে, তার জ্বর। শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর হাসপাতালের বেডে মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে ছোট্ট রাজ্য। ছেলের ঘুমন্ত ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ 

১৪ মে ছিল মা দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমনিকে। অসুস্থ অবস্থাতেও ছেলের প্রতি দায়িত্ব পালন থেকে বিরতি নেননি পরীমনি, হাসপাতালের বেডে শুয়েও শিশুসন্তানের দেখাশোনা করছেন নায়িকা।