হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

আজ সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর গুলশানস্থ বাসভবন ফিরোজার  উদ্দেশ্যে বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রথম নিউজ, ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেযার হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর গুলশানস্থ বাসভবন ফিরোজার  উদ্দেশ্যে বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে সোমবার বিকেল ৩টা ৫৭ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। 
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন। এরপর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ২০২১ সালের ১১ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে। এরপর ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটিস্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল করোনার চিকিৎসার জন্য প্রথম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। একই বছরের ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন। ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তৃতীয় ডোজ টিকা নেন তিনি।
চলতি বছরের ১১ জুন সর্বশেষ হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ জুন বিকেল ৫ টায় হাসপাতালে বাসায় ফেরেন তিনি।
এসময় বাসভবনের বাহিরে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসেনের ব্যক্তিগত সরকারি আব্দুস সাত্তার, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, যুবদলের  সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom