হবিগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। 

হবিগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু
ফাইল ফটো

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। মৃতরা হলেন- সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিনচালিত নৌকায় তারা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে ডুবে ওই নারীরা মারা যান। 

তিনি আরও বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ৪ নারী মারা গেছেন। আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom