হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী হাসপাতালে
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেনহেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।।

প্রথম নিউজ, চট্রগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর)বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।
এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews